Cart (0)
Sub Total: Tk 0
Blog
Microsoft Word এ    Dark Mode চালু করার উপায় POSTED ON October 13, 2022 by Arup Ratan Paul

Microsoft Word এ Dark Mode চালু করার উপায়

প্রয়োজনের খাতিরে অনেককেই রাত জেগে কাজ করতে হয়। আর পিসিতে বসে রাতে কাজ করার সময় এমন নিশ্চয় হয় যে চোখে প্রেশার পড়ে। এক্ষেত্রে আপনার চোখকে বাঁচাতে উপায় কী? বিশেষকরে অনেকেই আছেন যারা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করতে গিয়ে সমস্যায় পড়েন। এথেকে আপনার চোখকে বাঁচাতে আপনি Dark Mode সহ আরও বেশকিছু  Mode রয়েছে যা চালু করে ফেলতে পারেন। 

আমাদের আজকের ব্লগে আমরা  সেই উপায়টাই জানার চেষ্টা করবো। 

Microsoft Word এ  

Dark Mode চালু করার উপায়  

১) প্রথমেই একটি  Word ফাইল ওপেন করুন 

২) Menu bar এর একদম উপরে File অপশনটি ক্লিক করুন 

৩) Menu এর বাম পাশে Account ক্লিক করুন 

৪) এবার Office Theme এর bar এ থাকা অনেকগুলো অপশন থেকে Dark Gray অপশনটি সিলেক্ট করুন 

Dark Gray অপশনটি সিলেক্ট করলেই আপনার Microsoft Word ফাইলে Dark Mode চালু হয়ে যাবে। 

Share This!
Comments

No Comments

Leave a comment